TSC Jhenaidah/tsc jhenaidah
১৯৬৫ সনে ৩৮২ শতক জমির ওপর ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠে সরকারি ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট। তখন ২ বছর মেয়াদী বেসিক ট্রেড কোর্সের ওপর প্রশিক্ষন প্রদান করা হতো। পরবর্তীতে ১৯৯৫ সন হতে এসএসসি (ভোকেশনাল) কোর্স প্রবর্তন করা হয়। এরই ধারাবাহিকতায় 1997 সন হতে এইচএসসি (ভোকেশনাল) কোর্স প্রবর্তন করা হয়। 1965 সন হতে 1996 সন পর্যন্ত ২ টি ট্রেড চালু থাকলেও 1997 সন হতে মোট 4 টি ট্রেড চালু হয়। পরবর্তীতে 2003 সন হতে ভোকেশনাল ট্রেনিংইন্সটিটিউট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে উন্নীত হয়।
Vision & Mission
Our Vision
A leading Technical- vocational Training Institution committed to catalyze change through development of highly skilled manpower with positive... Details »
Year Plan/Lesson Plan
1. Electrical Class Twelve (Year Plan)
2. Electrical Ten Trade-2 (Year Plan)